করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা নিয়ে চরাঞ্চলে মানুষের বাড়ি বাড়ি যাওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক স্বাস্থ্য ও পরিকল্পনা কল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে ‘চরের মানুষের টিকা অধিকার’ বিষয়ক ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ পরামর্শ দেন তিনি।

ডা. রুহুল হক বলেন, জনস্বাস্থ্য রক্ষায় ইপিআই করার সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে আমাদের। সেই অভিজ্ঞতার আলোকে টিকা নিয়ে চরের মানুষের বাড়ি বাড়ি যেতে হবে। কেননা এ ধরনের দুর্গম অঞ্চলে সামাজিক ও অর্থনৈতিক অনেক চ্যালেঞ্জ বিদ্যমান রয়েছে।

তিনি বলেন, আমাদের জন্য সুসংবাদ হলো দেশের প্রান্তজনের টিকা নিশ্চিত করতে টিকার প্রাপ্যতা বাড়ানোর পাশাপাশি সরকার দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ গ্রহণ করেছে। ফলে অচিরেই টিকা চাহিদা পূরণ করা সম্ভব হবে।

সমুন্নয়ের চেয়ারম্যান এবং ন্যাশনাল চর অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান এবং কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রমেশ সিং। বিশেষ বক্তা ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার এসএম মঞ্জুর রশীদ এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের পরিচালক (চর কনটেক্স) সায়ীদ মাহমুদ রিয়াদ।

সভায় ড. অতিউর রহমান বলেন, ধীরে ধীরে টিকা সরবরাহের চেইন মজবুত হচ্ছে। টিকা পাওয়ার পরপরই সেটা মানুষের কাছে পৌঁছানো বড় একটা কাজ। স্বভাবতই সরকারি, বেসরকারি, সামাজিক সংগঠনগুলোর তাই এক সাথে কাজ করতে হবে।

গণটিকা প্রসঙ্গে তিনি বলেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য গণটিকার বিকল্প নেই। সামনে টিকা নীতি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সরকার নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে টিকা নিয়ে আসছেন। দেশেও টিকা উৎপাদন করা হবে। টিকার লড়াইয়ে সরকার হার মানেনি।

ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, টিকা নিয়ে আগের তুলনায় চরের মানুষের আগ্রহ অনেক বেড়েছে। টিকা নিশ্চিত করার জন্য চরের মানুষের কাছে যেতে হবে। এ কারণে একটি বাস্তবসম্মত কৌশল পদ্ধতি বের করার প্রয়োজন রয়েছে।

কেয়ার বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর রমেশ সিং বলেন, করোনা দুর্যোগে আমরা কেউ-ই এখন নিরাপদ নই। চরে বসবাসরত মানুষের বিরাট অংশ টিকার বাইরে রয়েছে। চরের মানুষের টিকা নিশ্চিত করার জন্য সরকারি এবং বেসরকারি সংগঠনসমূহকে একসাথে কাজ করতে হবে।

ন্যাশনাল চর অ্যালায়েন্সের সদস্য সচিব জাহিদ রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সমুন্নয়ের সেক্রেটারি স্বার্থহীন উল আলম। বিষয়বস্তুর উপর মাঠ জরিপ উপস্থাপন করেন সমুন্নয়ের গবেষক জিনিয়া শারমীন।

টিআই/এসকেডি