রাজধানীর খিলগাঁও খিদমা হাসপাতাল এলাকায় রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিহাব উদ্দিন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শিহাব উদ্দিন র‍্যাব-৩ সিপিসি-১ এর মেস বয় ছিলেন। সকালে বাজার করতে যাওয়ার সময় খিদমাহ হাসপাতালের সামনের রেল লাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি।

গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সকাল ৭টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, ফিদমাহ হাসপাতালের সামনে ট্রেনের ধাক্কায় র‍্যাবের এক ম্যাচ বয় নিহত হয়েছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা রয়েছে। বিষয়টি রেলওয়ে থানা ও খিলগাঁও থানাকে জানিয়েছি।

এসএএ/এমএইচএস