রাজধানীর উত্তরা এলাকা থেকে এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ রিমন হাজরা (৩০) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলেশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উত্তরার আব্দুল্লাহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

উত্তরা পূর্ব থানার ওসি মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, পুলিশের একটি টিম আব্দুল্লাহপুর খন্দকার সিএনজি পাম্পের সামনে চেকপোস্টে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। চেকপোস্ট অতিক্রম করার সময় রিমনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে এক হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি তিনি বলেন, গ্রেফতার রিমন দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মাদক মামলা হয়েছে।

অন্যদিকে রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ মো. সুলেমান, মোস্তফা কামাল ওরফে ভোলা ও মো. রাজেস নামে তিন মাদক কারবারিকে আটক করেছে কদমতলী থানা পুলিশ।

কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, মাতুয়াইল শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের মেইন গেটের সামনে গাঁজা বিক্রির সংবাদ পায় পুলিশ। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গাঁজাসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, আটকরা ওই স্থানে গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছিল মর্মে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২২ হাজার ৭২৭ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন, ২৮ কেজি ৩৬৫ গ্রাম গাঁজা, ১৫০ বোতল ফেন্সিডিল ও ৭ লিটার দেশি মদ উদ্ধার ও জব্দ করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ৩১ আগস্ট (মঙ্গলবার) সকাল ৬টা থেকে বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে।

জেইউ/ওএফ