সীতাকুণ্ডের ফৌজদারহাট বাইপাস এলাকা থেকে হুমায়ুন কবির (৪৮) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

হুমায়ুন কবির (৪৮) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। 

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন , স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ফৌজদারহাট বাইপাস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি সকালে ঘটায় কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। তবে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। 

পুলিশ জানায়, মরদেহের পাশে কাপড়সহ ব্যাগ এবং একটি পরিচয়পত্র পাওয়া গেছে। একটিতে লেখা আছে, তিনি চরকা টেক্সটাইল লিমিটেড নামে একটি কোম্পানির কর্মী। 

কেএম/এসকেডি