মিরর ম্যাগাজিনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ‘অনলাইন রিয়েল হিরোস অ্যাওয়ার্ড-২০২১’- এ ভূষিত হয়েছেন অনেকে। ৪ ক্যাটাগরিতে বিভিন্ন সেক্টরে উল্লেখযোগ্য অবদান রাখা দেশের গণ্যমান্য ৫৬ জন ব্যক্তিকে রিয়েল হিরোস অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।

রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ১ সেপ্টেম্বর রাতে মিরর এই পুরস্কার প্রদান করে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. হাসান মুরাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, মিরর ম্যাগাজিনের ভাইস প্রেসিডেন্ট এবং অনুষ্ঠানের আয়োজক মালা খন্দকার, বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুল সালাম মুর্শেদী এমপি ছাড়াও বিনোদন জগতের তারকারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজক মালা খন্দকার বলেন, এবারই প্রথম পুরস্কারটি চালু হয়েছে। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে আরও বড় পরিসরে, সকলকে সম্পৃক্ত করে আগামী বছরগুলোতে পুরস্কার প্রদান অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।

সমাজের বিভিন্ন স্তরের পাশাপাশি ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষক ও সংগঠক হিসেবে কাজ করা ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডনও পুরস্কৃত হয়েছেন। ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতা ও সংগঠককে পুরস্কৃত করা নিয়ে মালা খন্দকার বলেন, এফ এম ইকবাল বিন আনোয়ার ডন সংগঠক হিসেবে অনেক ক্রীড়া ফেডারেশনের সঙ্গে যুক্ত। তাকে সম্মানিত করায় মিরর আনন্দিত।

ইকবাল বিন আনোয়ার ‘ফ্রন্টলাইন হিরোস’ ক্যাটাগরিতে পুরস্কৃত হন। সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার (এমপি) তার হাতে মর্যাদার ফ্রন্টলাইন হিরোস অ্যাওয়ার্ডটি তুলে দেন। 

এজেড/এইচকে