রাজধানীর সবুজবাগ মানিকদিয়া ক্লাবের পাশে একটি লেকে পানিতে ডুবে ফারদিন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত ১০টায় মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই রাব্বি ঢাকা পোস্টকে বলেন, আমার ভাই ফারদিন তার পাঁচ বন্ধুর সঙ্গে নৌকায় ঘুরতে যায়। পরে নৌকা ডুবে গেলে পাঁচ জন সাঁতরে উপরে উঠে এলেও আমার ভাই পানিতে ডুবে যায়। অনেকক্ষণ পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বর্তমানে আমরা গোলাপবাগ এলাকায় থাকি। আমার বাবার নাম রফিকুল ইসলাম।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, নৌকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সবুজবাগ থানাকে জানানো হয়েছে, তারা এসে বিষয়টি তদন্ত করে দেখছে।

এসএএ/এসএসএইচ