লালবাগে কিশোরের গলা কাটা মরদেহ উদ্ধার
রাজধানীর লালবাগ এলাকার একটি বাসা থেকে হাফিজ (১৩) নামে এক কিশোরের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় ৪৭/১ ডুরী আঙ্গুলী লেনের পাঁচ তলা ভবনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। হাফিজ নিউমার্কেট এলাকায় হকার হিসেবে কাজ করতেন।
বিজ্ঞাপন
নিহতের মা ডালিম শেখ জানান, ইরফান, হৃদয়, রিফাতসহ ৫-৬ জন আমার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করেছে। কেনো আমার ছেলেকে তারা হত্যা করল জানি না।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফিরোজ আলম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ৫ তলা ভবনের ছাদের বাথরুম থেকে হাফিজের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। পেটেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র থেকে জানা যায়, এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করেছে লালবাগ থানা পুলিশ।
জানতে চাইলে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আশরাফ উদ্দিন, একজন কিশোরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
কাউকে আটক বা গ্রেফতার করেছেন কিনা সে বিষয়ে তিনি বলেন, এখনও আমরা কাউকে আটক করতে পারিনি। আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনতে পারব।
এসএএ/এমএইচএস