ওয়াইজঘাটে সিলিন্ডার বিস্ফোরণে বৃদ্ধ দগ্ধ
রাজধানীর কোতোয়ালি থানার ছয় নম্বর ওয়াইজঘাট এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে হাবিবুর রহমান (৬৫) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন।
সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বিকাল সাড়ে চারটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, কোতোয়ালি থানা এলাকা থেকে এক বৃদ্ধ দগ্ধ অবস্থায় আমাদের এখানে এসেছেন। তার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
দগ্ধ হাবিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমি ঢাকা জেলা প্রশাসনের স্পিড বোট চালাই। দুপুরে রান্না করতে যাই। হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। আমার শরীরের কিছুটা অংশ পুড়ে গেছে। আমার ফোনও পুড়ে গেছে। পরিবার ও জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারছি না। আমার বাড়ি ঢাকা জেলার দোহার থানার হাজারবিঘা গ্রামে।
এ বিষয়ে জানতে ঢাকা জেলা প্রশাসকের মুঠোফোনে বার বার কল দিলেও তিনি রিসিভ করেননি।
বিজ্ঞাপন
এসএএ/আরএইচ