ইউনাইটেড হাসপাতালে দুর্ঘটনার শিকার রেঞ্জ রোভার
গুলশানের ইউনাইটেড হাসপাতালের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় গাড়িটির চালক আহত হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ইউনাইটেড হাসপাতালের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস ম্যানেজার সাজ্জাদুর রহমান শুভ।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিকেলের দিকে একজন রোগী নিয়মিত চিকিৎসার জন্য আমাদের হাসপাতালে এসেছিলেন। পরে তাকে বাসায় নেওয়ার জন্য তার রেঞ্জ রোভার গাড়িটি চালক নিয়ে আসেন। পার্ক করতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের সৌন্দর্যবর্ধন স্থাপনার ওপর গাড়িটি তুলে দেন।
তিনি বলেন, এ ঘটনায় চালক আহত হয়েছেন। এছাড়া গাড়ির সামনের অংশ এবং হাসপাতালের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
শুভ বলেন, মজনু নামে ওই চালক গাড়িটি পার্ক করার সময় স্ট্রোক করেছেন বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন। এ কারণেই তিনি গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে চালককে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। তিনি এখন সেখানেই চিকিৎসাধীন।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। গাড়িটি সরানোর কাজ চলছে বলেও তিনি জানান।
এ বিষয়ে গুলশান থানার উপ-পরিদর্শক মো. গিয়াস ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার শিকার গাড়িটি সরিয়ে নিতে আমরা চেষ্টা করছি। গাড়ির মালিক ঘটনাস্থলে উপস্থিত আছেন।
এমএসি/এমএইচএস