ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম খোরশেদ আলম (৬০)।

বৃহস্পতিবার দুপুরের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষী মামুন মিয়া। বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মামুন মিয়া ঢাকা পোস্টকে জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে আসি। বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, তা জানি না। 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, কারাগার থেকে অচেতন অবস্থায় এক হাজতিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসএএ/আরএইচ