চোরকে আগাম টাকা দিয়ে রাখতেন স্বর্ণ ব্যবসায়ী
গ্রেফতার হওয়া মো. শরীফ ও আবদুল জলিল
চট্টগ্রামের ফিরিঙ্গী বাজার থেকে দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রণব ধর নামে এক স্বর্ণ ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, চোরের দলকে আগাম টাকা দিয়ে রাখতেন ওই স্বর্ণ ব্যবসায়ী। পরে চুরি করা স্বর্ণ অর্ধেক দামে কিনে নিতেন তিনি।
গ্রেফতার হওয়া দুই চোর হলেন, মো. শরীফ ও আবদুল জলিল। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
শুক্রবার (১০ সেপ্টেম্বর) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঢাকা পোস্টকে বলেন, শরীফ এর আগে গ্রেফতার হয়ে ৫ বার কারাগারে ছিলেন। জলিল কারাগারে গিয়েছিলেন ২ বার। এ পর্যন্ত ১০ বছরে তারা চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় প্রায় ৭০০ চুরি করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, নগরীর হাজারী লোইনের স্বর্ণ ব্যবসায়ী প্রণব ধর এই চোরের দলকে আগাম টাকা দিয়ে রাখতেন। এক কথায় বলা যায় তিনি চোরদের কাছে বিনিয়োগ করতেন। প্রণব দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে চোরাই স্বর্ণ ক্রয় করে আসছিলেন। তিনি চোরদের কাছ থেকে ৭০ হাজার টাকার স্বর্ণ ৩৫ হাজার টাকায় কিনতেন। পরে তা বেশি দামে বিক্রি করতেন।
বিজ্ঞাপন
পুলিশের সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ এপ্রিল নগরের কোতোয়ালি থানার নন্দনকানন এলাকার একটি বাসার জানালার গ্রিল কেটে, ১৮ মে সিরাজদৌলা রোড এলাকার একটি বাসায় এবং ১৩ মার্চ রহমতগঞ্জ এলাকার একটি বাসার জানালার গ্রিল কেটে স্বর্ণ, ল্যাপটপ, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি করে চোরের দল। এই তিন ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়।
পরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। প্রথমে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করে। বৃহস্পতিবার এই চক্রের দুই জনকে পুলিশ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ওই তিন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, প্রথমে দুই চোর রিকশাচালক সেজে নগরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। যেসব বাড়িতে মানুষ থাকে না বা সন্ধ্যার পর বাতি জ্বলে না, সেসব বাসাকে চুরির জন্য টার্গেট করে। পরে রাতে তালা ভেঙ্গে বা তালা কেটে শরীফ বাসায় প্রবেশ করে। নিচে রিকশা নিয়ে পাহারায় থাকে জলিল।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই চোর তিনটি চুরির ঘটনা স্বীকার করেছে। পাশাপাশি প্রণব ধর জেনে শুনেই চোরাই স্বর্ণ কমদামে কিনতেন বলে স্বীকার করেছেন।
কেএম/এমএইচএস