রাজধানীতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
রাজধানীর কামরাঙ্গীরচরের বড়াইগ্রাম এলাকায় পারিবারিক কলহের জেরে বিষপানে শুভ তারা (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
রোববার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতের দেবর ছানোয়ার ঢাকা পোস্টকে বলেন, আমার বড় ভাই দেলোয়ারের সঙ্গে সকালে পারিবারিক কলহ হয়। ভাবী ইদুর মারার ওষুধ খেলে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, অচেতন অবস্থায় এক নারীকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের দেবর জানায়, পারিবারিক কলহের কারণে ওই নারী বিষপানে আত্মহত্যা করেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কামরাঙ্গীরচর থানাকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/ওএফ