যশোরের অভয়নগরে একটি বাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত যুবক শফিকুল ইসলামের (৩০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পুলিশ। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।    

শফিকুলকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা অভয়নগর থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মো. আইয়ুব আলী ঢাকা পোস্টকে বলেন, শফিকুল গত সোমবার রাতে নিজ বাড়িতে বোমা তৈরির সময় গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে যশোর সদর হাসপাতাল এবং সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢামেক নেওয়া হয় গত রাতে। 

আইয়ুব আলী আরও বলেন, বিস্ফোরণের ঘটনায় অভয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শফিকুলের স্ত্রীকে অভয়নগর থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। 

শফিকুলের বাড়ি অভয়নগরের রাজঘাট এলাকায়। তিনি মৃত ইব্রাহিম মোল্লার ছেলে বলেও জানান আইয়ুব।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসএএ/এনএফ