নোয়াখালীর যুবলীগ নেতা গুলিবিদ্ধ অবস্থায় ঢামেকে
নোয়াখালীর যুবলীগ নেতা মো. রুবেলকে (৩০) গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে নোয়াখালী থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
বিজ্ঞাপন
আহত রুবেল ঢাকা পোস্টকে জানান, দীর্ঘদিন তিনি সৌদি আরবে ছিলেন। কয়েক মাস আগে দেশে আসেন। তিনি দক্ষিণ দাদপুর ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি। তাঁর ভাই ইউনিয়নের চেয়ারম্যান।
রুবেল বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে ১০-১৫ জন যুবক এসে তাকে ঘিরে ধরে। একপর্যায়ে তার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের সবার হাতে অস্ত্র ছিল। তিনজনকে তিনি শনাক্ত করতে পেরেছেন বলে দাবি করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমাকে রাত ৩টার দিকে রক্তাক্ত অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে আমাকে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, আমার বড় ভাই দেলোয়ার হোসেন ইউনিয়ন চেয়ারম্যান। তার সঙ্গে রাজনীতি করি। এ নিয়ে প্রতিপক্ষ আমাকে গুলি করে থাকতে পারে। এ ঘটনায় আমার বাবা মো. হানিফ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, নোয়াখালী থেকে গুলিবিদ্ধ যুবককে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এখানে তার চিকিৎসা চলছে।
এসএএ/আরএইচ