ইভ্যালি কার্যালয়ের সামনে ক্রেতা-বিক্রেতাদের ভিড়

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের মুক্তির দাবিতে গণস্বাক্ষর নিতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন ক্রেতা (গ্রাহক)-বিক্রেতারা (সেলার)। 

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটা থেকে ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ইভ্যালির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হতে দেখা যায় তাদের। তবে আনুষ্ঠানিকভাবে বিকেল চারটা থেকে গণস্বাক্ষর কর্মসূচি শুরুর কথা রয়েছে।

এ বিষয়ে কর্মসূচির আহ্বায়ক মীর আমজাদ হোসেন আকাশ বলেন, আমরা চাই প্রধান নির্বাহী আমাদের মাঝে ফিরে আসুক এবং গ্রাহকদের পাওনা মিটিয়ে দিক। তাকে গ্রেফতার করে আটকে রাখা কোনো সমাধান নয়। আমরা চাই গ্রাহক ও সেলাররা তাদের প্রাপ্য ফিরে পাক। আজকেরটির পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) গ্রেফতার করে র‍্যাব। মূলত গুলশান থানায় আরিফ বাকের নামের ইভ্যালির এক গ্রাহকের মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়।

আরএইচটি/আরএইচ