বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহযোগিতা করবে জাতিসংঘ। তবে সেটা অবশ্যই বাংলাদেশের চাওয়ার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো।

রোববার (১৯ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে মিয়া সেপ্পো এসব কথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) এই অনুষ্ঠানের আয়োজন করে।

মিয়া সেপ্পো বলেন, ‘জাতিসংঘ কোনো দেশের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না। তবে কোনো দেশের সরকার নির্বাচন প্রক্রিয়ায় সহায়তা চাইলে জাতিসংঘ তা দিয়ে থাকে। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ সরকার জাতিসংঘের কোনো সহযোগিতা চাইলে আমরা সেই সহযোগিতা দেব।’

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, ‘যেকোনো দেশের নির্বাচনের আগে আন্তর্জাতিক সম্প্রদায় জানতে চায় তাদের কোনো সহায়তা লাগবে কি-না। আমি আশা করছি, বাংলাদেশেও এটি হবে। বাংলাদেশ যদি সহযোগিতা চায় জাতিসংঘ অবশ্যই সহযোগিতা করবে।’

অনুষ্ঠানে ডিকাব সভাপতি পান্থ রহমান ও সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দীন বক্তব্য দেন।

এনআই/ওএফ