বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণে ইতোমধ্যে স্থায়ী কমিটি গঠন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই কমিটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিংয়ের কাজ করবে। 

আগামীতে কিভাবে কাজগুলো আরও বেগবান করা যায় সে লক্ষ্যে বিশেষ সভা ডেকেছে এই কমিটি। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান নগরভবনে এ বিশেষ সভা অনুষ্ঠিত হবে। 

সভায় সভাপত্বি করবেন কমিটির সভাপতি ও ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মৃধা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটি সূত্রে জানা গেছে, আজকের বিশেষ সভায় ডিএনসিসির আওতাধীন এলাকার বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং কিভাবে আরও বেগবান করা যায়, কী কী পদ্ধতি অবলম্বন করে কার্যকরভাবে বাজার পর্যবেক্ষণ করতে হবে এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সেই সঙ্গে বাজার মূল্য পর্যবেক্ষণে মাঠে থেকে করণীয় সম্পর্কে এবং এ বিষয়ে বিভিন্ন সিদ্ধান্তের আলোচনা হবে এই সভায়।

বিশেষ এই সভায় কমিটির সভাপতি ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম, ডিএনসিসির উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মৃধা, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তফাজ্জল হোসেন, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুরাদ হোসন, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাছির, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান, ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম ভূঁইয়া, সংরিক্ষত ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বেগম মেহেরুন্নেছা হক, সংরিক্ষত ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতি এবং সংরিক্ষত ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিতু আক্তারের  উপস্থিত থাকার কথা রয়েছে। 

এএসএস/এনএফ