চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি নুজহাত ইয়াসমিন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।
সোমবার (২০ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব প্রদান করা হলো।
তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০২১ অনুযায়ী অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
এসএইচআর/ওএফ