প্রতীকী ছবি।

রাজধানীর বনানীতে সেতু ভবনের সামনে লরি-পিকআপ সংঘর্ষে ইসমাইল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মাকসুদ (২৭) ও জনি (২৮) নামে আরও দুজন আহত হয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

আহত জনি ঢাকা পোস্টকে বলেন, আমরা পিকআপ নিয়ে এয়ারপোর্টে যাচ্ছিলাম। আমরা সবাই সূত্রাপুর নিউ মা মোটরসে কাজ করি।রাতে পিকআপের পেছনে বসে আমরা তিনজন যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে লরি ধাক্কা দেয়। এতে আমরা আহত হই। লরিটি পালিয়ে গেছে।

তিনি আরও জানান, নিহত ইসমাইলের বাড়ি নোয়াখালী সেনবাগ এলাকায়। তার পিতার নাম আব্দুর জলিল।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা বনানী থানাকে খবর দিয়েছি।

এসএএ/এইচকে