পরীক্ষায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন স্থগিত থাকা মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে নিয়োগ পরীক্ষা বাতিল করেছে সরকার। এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ-২০২০ বাস্তবায়ন কমিটি। 

কমিটি বলছে, যেসব অভিযোগের কথা বলে নিয়োগ প্রক্রিয়া বাতিলের সুপারিশ করা হয়েছে তা দুঃখজনক। লিখিত পরীক্ষায় অস্পষ্টতার বিষয়টি মৌখিক পরীক্ষা চলাকালীন সময়ে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলেও তাৎক্ষণিকভাবে পরীক্ষা বাতিল বা স্থগিত ঘোষণা না করে দীর্ঘ ৭ মাসের বেশি সময় আমাদের মানসিক চাপে রাখার পর সর্বশেষ তা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে আন্দোলন উপকমিটির প্রধান সমন্বয়ক উত্তম কুমারের পাঠানো এক বিবৃতিতে এসব অভিযোগ করা হয়। 

বিবৃতিতে বলা হয়, সরকারের এ সিদ্ধান্তে আমরা সংক্ষুব্ধ ও হতাশ। স্বাস্থ্য বিভাগের সিন্ডিকেটের কাছে আমরা সাধারণ মানুষ জিম্মি সেটা আবারও প্রমাণিত হলো। ধারণা করা হচ্ছে, সিন্ডিকেটের ভাগবাটোয়ারা ঠিকঠাক না হওয়া এ নিয়োগ বাতিলের অন্যতম কারণ।

তদন্ত কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়ে বলা হয়, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং যারা মেধায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকলকে নিয়োগের ব্যবস্থা করা হোক। স্বাস্থ্য অধিদফতরের ওপর পরবর্তী কোনো নিয়োগের দায়িত্ব যদি দেওয়া হয় তারা আবারও পূর্বের অসৎ চেহারায় ফিরে আসবে। এ অবস্থায়, মেধায় উত্তীর্ণ সকলকে অতিদ্রুত নিয়োগ প্রদান করা হোক এবং পরবর্তী নিয়োগ পরীক্ষা কার্যক্রমের দায়িত্ব অবশ্যই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কাছে হস্তান্তরের জোর দাবি জানানো হয়। 

এমএইচএন/এসকেডি