চট্টগ্রাম মহানগরীতে অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণ করায় দুটি আবাসন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। প্রতিষ্ঠান দুটি হলো- সেভেন প্রপার্টিজ লিমিটেড এবং কোরাল রিফ প্রপার্টিজ লিমিটেড।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে জরিমানা করেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী।

তিনি ঢাকা পোস্টকে বলেন, পরিবেশ ছাড়পত্র না নিয়ে দক্ষিণ খুলশী আবাসিক এলাকায় সাততলা ভবন নির্মাণ করছে সেভেন প্রপার্টিজ। এজন্য তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে আগ্রাবাদের চৌমুহনীতে পরিবেশের ছাড়পত্র না নিয়ে ১৫তলা ভবন নির্মাণ করছে কোরাল রীফ প্রপাটিজ লিমিটেড। পরিদর্শনে সত্যতা পাওয়ার পর তাদের শুনানিতে হাজির থাকতে নোটিশ দেয় পরিবেশ অধিদফতর। শুনানি শেষে আজ তাদেরও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে নগরীর নাসিরাবাদ শিল্প এলাকায় ত্রুটিপূর্ণ ইটিপি পরিচালনা করে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে সাফ ড্রেস লিমিটেড নামে একটি ওয়াশিং কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কেএম/এসএসএইচ