কর্ণফুলীতে কিশোরকে শ্বাসরোধ করে হত্যা
চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার ধানক্ষেত থেকে মো. শাকিল (১৮) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
শনিবার দুপুরে শাকিলের লাশ উদ্ধার করা হয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ। শাকিল পটিয়ার বড়লিয়া ইউনিয়নের বুধপুরা বেলখাইন এলাকার মো. নাজিমের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন, শাকিল কর্ণফুলী এলাকার একটি এলপি গ্যাসের দোকানে চাকরি করতেন। শুক্রবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেন। পরে স্থানীয়রা আজ দুপুরে ধানক্ষেতে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা লাশটি শাকিলের বলে শনাক্ত করেন।
তিনি আরও বলেন, শাকিলের গলায় রশি পেঁচানো ছিল। এটি হত্যাকাণ্ড। আমরা জানতে পেরেছি শাকিলের কাছে একটি ব্যাটারিচালিত রিকশা ছিল। রিকশাটি ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করে থাকতে পারে। এছাড়া অন্য কোনো কারণ আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
বিজ্ঞাপন
কেএম/আরএইচ