বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নে নতুন নেতৃত্ব
সাইফুল ইসলাম চৌধুরী ও মুসা আহমেদ
বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের (বি-২১২৯) কেন্দ্রীয় কমিটির নির্বাচনে সাইফুল ইসলাম চৌধুরীকে পুনঃরায় সভাপতি ও মুসা আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার ঢাকা জিপিওর সভাকক্ষে কাউন্সিল অধিবেশন শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সারাদেশের প্রায় সব জেলা থেকে ৩০০ কাউন্সিলর ও ১০০ ডেলিগেট এতে অংশ নেন। তারা জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বৃহৎ এ সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন করেন।
বিজ্ঞাপন
সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও কেন্দ্রীয় কমিটিতে কার্যকরি সভাপতি নির্বাচিত করা হয় ইদ্রিস মজুমদারকে। কেন্দ্রীয় কমিটির ৩৫ পদের কোনোটিতে একাধিক প্রার্থী না থাকায় এদিন পরবর্তী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিও নির্বাচন করা হয়।
সাইফুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম জিপিওতে কর্মরত আছেন। চট্টগ্রাম থেকে এর আগের মেয়াদেও তিনি বৃহৎ এ সংগঠনের কেন্দ্রীয় সভাপাতির দায়িত্ব পালন করেন।
আরএইচ
বিজ্ঞাপন