রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় তরিকুল ইসলাম (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত তরিকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন ওই বাসার ভাড়াটিয়া শেখ আনিসুর রহমান। তিনি ঢাকা পোস্টকে বলেন, তরিকুল একটি কারখানায় কাজ করত। কয়েকদিন ধরে সে কাজে না যাওয়ায় তার মা বকাবকি করেন। অভিমানে সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তার মা অনেক ডাকাডাকি করেও সাড়াশব্দ পাননি। একপর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, যাত্রাবাড়ী থেকে অচেতন অবস্থায় এক কিশোরকে জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা যাত্রাবাড়ী থানাকে খবর দিয়েছি।

এসএএ/এসকেডি