বঙ্গবন্ধু টানেলের এপ্রোচ রোড ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের এপ্রোচ রোড ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের সদরদফতরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের এপ্রোচ রোড ম্যানেজমেন্ট বিষয়ক কমিটির সভাপতি সালেহ মোহাম্মদ তানভীর।
বিজ্ঞাপন
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রবেশ ও বহির্গমন সড়কগুলোর যানবাহন ব্যবস্থাপনার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। টানেলের পতেঙ্গাপ্রান্তে অবস্থিত ইপিজেড, বে টার্মিনাল, পতেঙ্গা সি বিচ, নেভাল বিচ ও আনোয়ারাপ্রান্তে অবস্থিত পারকি বিচ, কাফকোসহ জনসমাগমপূর্ণ ও আমদানি রফতানিমুখী প্রতিষ্ঠানগুলো বিবেচনা করে প্রশস্ত সড়ক পথ নির্মাণ ও ম্যানেজমেন্ট বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। যেন ভবিষ্যতে এসব সড়কে যান চলাচল নিরবচ্ছিন্ন ও ট্রাফিক জ্যাম মুক্ত থাকে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
কেএম/এসএসএইচ