চট্টগ্রামের খুলশী থানার রূপসী পাহাড়ে বিদ্যুতের টাওয়ারে ঝুলন্ত অবস্থায় খোকন (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিনুজ্জামান। 

তিনি বলেন, লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করছি তাকে আগে খুন করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। মরদেহ গলে যাওয়ায় আঘাতের চিহ্ন আছে কি না বুঝা যায়নি। তবে মুখের ভেতর কাপড় দেওয়া ছিল।  

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

কেএম/এসকেডি