করোনা পরিস্থিতি বিবেচনায় ২০২১-২০২২ অর্থবছরের ৪ কিস্তির হোল্ডিং ট্যাক্সের ওপর ১০ শতাংশ রিবেট এবং সারচার্জ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন করোনার প্রাদুর্ভাব বিবেচনায় ২০২১-২০২২ অর্থবছরের ৪ কিস্তির হোল্ডিং ট্যাক্সের ওপর ১০ শতাংশ রিবেট এবং সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এএসএস/এসএসএইচ