শিকাগোতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী-স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হয়েছে।
শনিবার এ উপলক্ষে শিকাগোতে নিয়োজিত বাংলাদেশের অনারারি কনসাল মুনীর চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী। অনুষ্ঠানে কূটনীতিকদের পক্ষে বক্তব্য রাখেন শিকাগোতে নিযুক্ত নেপালের অনারারি কনসাল মারভিন এ বারস্টিন।
অনুষ্ঠানে ড. মোমেন বলেন, বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্ণ করেছে। একই সময়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী গোটা জাতি দেশে-বিদেশে সর্বত্র পালন করছে। এ গৌরবজনক মুহূর্ত আমাদের সবার জন্য একটি সৌভাগ্যের বিষয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা জাতি হিসেবে আজ একটি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছি। আমাদের জাতির জনকের অক্লান্ত পরিশ্রম এবং তার সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বিশ্বে বাংলাদেশ আজ একটি পরিচিত নাম।
বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বলেন, এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বিশ্ববাসীকে আমাদের সম্মান ও মর্যাদার আসন সম্পর্কে অবগত করতে সক্ষম হচ্ছি।
অনারারি কনসাল মুনীর চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।
উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক, অতিথিবৃন্দ, শিকাগোসহ আমেরিকার বিভিন্ন স্টেট থেকে আসা প্রবাসী বাংলাদেশি নেতাদের স্বাগত জানান তিনি।
অতিথির বক্তৃতায় সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন সেকিল চৌধুরী বলেন, প্রবাসী বাংলাদেশিদের শ্রমশক্তি ও মেধার মাধ্যমে বিশ্ব অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। আমরা পৃথিবীকে অর্থনৈতিক কার্যক্রমে সহায়তা করছি আমাদের জনসম্পদ দিয়ে।
শিকাগোতে নিযুক্ত নেপালের অনারারি কনসাল বলেন, বাংলাদেশ ও তাদের জাতির পিতা আজ বিশ্ব দরবারে সমাদৃত। বাংলাদেশের ৫০ বছরে সে দেশের নাগরিকদের শুভেচ্ছা জানাই।
এনআই/আরএইচ