ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ উদ্যোগে বাস রুট রেশনালাইজেশনের আওতায় পরিচালিত মোবাইল কোর্টে ১২টি মামলায় ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (৩ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর বসিলা ব্রিজ এলাকায় গাড়ির ফিটনেস, রুট পারমিট ও ট্যাক্স টোকেন না থাকায় জরিমানা করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানান, আজকের অভিযানে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ পরিচালিত মোবাইল কোর্টে তিনটি মামলায় ২৫ হাজার টাকা এবং বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম পরিচালিত মোবাইল কোর্টে নয়টি মামলায় ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১২টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৩৮ হাজার ৫০০ টাকা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক, বিআরটিএর উপপরিচালক (এনফোর্সমেন্ট) হেমায়েত উদ্দিন প্রমুখ।

এএসএস/আরএইচ