চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ‘শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট’। বুধবার (৬ অক্টোবর) থেকে এটি শুরু হবে। চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা এর আয়োজন করছে। এতে ৩২টি দল অংশ নেবে। 

সোমবার (৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির চেয়ারম্যান এস এম মেহেদী হাসান। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, শেখ রাসেলের জন্মদিনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি শেখ রাসেলের জীবন সম্পর্কে আগ্রহী করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে। 

সংবাদ সম্মেলনে মেহেদী হাসান বলেন, ৬ অক্টোবর দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি সালেহ মোহাম্মদ তানভীর।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্টে চট্টগ্রাম মহানগরে অবস্থানরত স্কুল সমূহ থেকে বাছাইকৃত সেরা ৩২টি স্কুল টিম অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও সেন্ট্রাল পাবলিক স্কুল। পুরো টুর্নামেন্টে ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগামী ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে মহানগরী ক্রীড়া সংস্থার নেতারা উপস্থিত ছিলেন। 

কেএম/আরএইচ