উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে সেদেশে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত রাডসটাউ গ্রুক এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। 

সোমবার (৪ অক্টোবর) উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসে দুই রাষ্ট্রদূতের বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনায় স্থান পায়।

দূতাবাস জানায়, বৈঠকে পোল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনীতির সাম্প্রতিক সাফল্য বিশেষ করে-উচ্চ প্রবৃদ্ধি, মাথাপিছু আয়ের ক্ষেত্রে ভারতকে ছাড়িয়ে যাওয়া, আরএমজি এবং ফার্মাসিউটিক্যালস সেক্টরে অভাবনীয় সাফল্যে বাংলাদেশে উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বাংলাদেশের দর্শনীয় স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য দর্শনের জন্য বাংলাদেশ ভ্রমণের ইচ্ছা পোষণ করেন। 

অন্যদিকে বাংলাদেশি দূত পোল্যান্ড-উজবেকিস্তানের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলোর বিষয়বস্তু সম্পর্কে জানতে চান। এছাড়াও তিনি বাংলাদেশি নাগরিকদের পোল্যান্ড ভ্রমণের ক্ষেত্রে ইউরোপের সেনজেন ভিসা পাওয়ার প্রধান প্রতিবন্ধকতাগুলো সম্পর্কে পোল্যান্ডের রাষ্ট্রদূতের কাছে জানতে চান।

এ সময় বাংলাদেশ দূতাবাসের উপপ্রধান ও মিনিস্টার নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।

এনআই/জেডএস