লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হলেন ড. বশির উল্লাহ
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
সোমবার (৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের কার্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। মঙ্গলবার (৫ অক্টোবর) থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।
বিজ্ঞাপন
লায়ন্স ফাউন্ডেশনের অধীনে লায়ন্স চক্ষু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিচালিত হয়ে আসছে। এই হাসপাতালে স্বল্পমূল্যে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।
এর আগে গত ২৬ মে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ ২০২১-২২ বর্ষের জন্য লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ৩১৫ এ২ এর দ্বিতীয় ভাইস জেলা গভর্নর নির্বাচিত হন।
বিজ্ঞাপন
ড. মো. বশির উল্লাহ ২০১০-১১ বর্ষে লায়ন জেলার ক্যাবিনেট ট্রেজারারের দায়িত্ব পালন করেন। ২০১১-১২ এবং ২০১২-১৩ লায়ন বর্ষে তিনি দুইবার লায়ন জেলার ক্যাবিনেট সেক্রেটারি নিযুক্ত হন। পরপর দুইবার ‘লায়ন অব দি ইয়ার’ ঘোষিত হন। মানবসেবায় অনবদ্য ভূমিকা রাখার জন্য ৩ বার স্বর্ণপদক লাভ করেন তিনি।
এমএইচডি/জেডএস