কেরানীগঞ্জে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে প্রায় ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, সরকারের নির্দেশনা অনুসারে প্রজনন মৌসুমে ইলিশ ধরা, পরিবহন, বাজারজাতকরণ ও বিপণনে গতকাল (৪ অক্টোবর) থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার থেকে আজ (মঙ্গলবার) সকাল ১০টা পর্যন্ত কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে র্যাব-১০ এর একাধিক দল। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিজ্ঞাপন
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় বিক্রয় নিষিদ্ধ চায়না দুয়ারি মাছ ধরার জাল উৎপাদন মজুত ও বিক্রি করার অপরাধে জয় বাবা লোকনাথ হস্ত এবং কুটির শিল্পকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত প্রায় তিন কোটি টাকা মূল্যের ২ লাখ ২৯ হাজার ৭৬০ মিটার বিক্রয় নিষিদ্ধ চায়না দুয়ারি মাছ ধরার জাল এবং জাল তৈরির সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে বিক্রয় নিষিদ্ধ চায়না দুয়ারি মাছ ধরার জাল উৎপাদন, মজুত ও বিক্রি করে আসছিল।
জেইউ/এসকেডি