ভারত-বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর স্মরণে ঢাকার গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে শিল্পী রোকেয়া সুলতানার শিল্পকর্ম প্রদর্শনী জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার অধ্যাপক মুনতাসির মামুন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন।

হাইকমিশন জানায়, এ উদ্বোধনের মধ্য দিয়ে ভারতে রোকেয়া সুলতানার শিল্পকর্মের প্রথম স্বতন্ত্র প্রদর্শনের সূচনা হয়েছে, যা আগামী ২৩ অক্টোবর ভারতের নয়াদিল্লীর ললিত কলা একাডেমিতে শুরু হবে। আইসিসিআর  আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনীটি চলতি বছরের ডিসেম্বরে কলকাতায়ও অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই প্রদর্শনীটি শান্তিনিকেতনে অধ্যয়নকালীন শিল্পীর মনোমুগ্ধকর যাত্রাকে চিত্রিত করেছে। তিনি শান্তিনিকেতনে সোমনাথ হোর, সনৎ কর এবং লালু প্রসাদের তত্ত্বাবধানে প্রশিক্ষিত হয়ে বাংলাদেশে তার শিল্পীজীবনের প্রসার ঘটিয়েছেন। দেশে তার পরামর্শদাতাদের মধ্যে রয়েছেন সফিউদ্দিন আহমেদ এবং মোহাম্মদ কিবরিয়া।

এনআই/এনএফ