আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। সাংবিধানিক বাধ্যবাধকতায় নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধি রেখে একটি স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও জেন্ডার সংবেদনশীল নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে ৬৭টি গঠন।

রোববার (১০ অক্টোবর) দুপুরে সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে লক্ষ্য করছি যে, সার্চ কমিটি গঠন করে তাদের প্রস্তাবিত তালিকা থেকে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে- এ জন্য আলোচনা হচ্ছে। ইতোপূর্বে দুইবার এইভাবে সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছেন। ৬৭টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফরম-সামাজিক প্রতিরোধ কমিটি সংবিধানের আলোকে এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধিসহ একটি স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, দায়বদ্ধ ও জেন্ডার সংবেদনশীল নির্বাচন কমিশন গঠনের দাবি জানাচ্ছে। একই সাথে সামাজিক প্রতিরোধ কমিটি সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন বিষয়ক আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের দাবি জানাচ্ছে।

৬৭টি সামাজিক প্রতিরোধ কমিটি হচ্ছে- বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, ব্র্যাক, উইমেন ফর উইমেন, কেয়ার বাংলাদেশ, কর্মজীবী নারী, জাতীয় শ্রমিক জোট, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, আইইডি, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, নিজেরা করি, মানুষের জন্য ফাউন্ডেশন, ঢাকা ওয়াইডব্লিউসিএ, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, অক্সফাম জিবি, এ্যাকশন এইড বাংলাদেশ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, আওয়াজ ফাউন্ডেশন, প্রিপ ট্রাস্ট, এডিডি বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন, গণস্বাক্ষরতা অভিযান, নাগরিক উদ্যোগ, প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ, সারি, বাউশি, পাক্ষিক অনন্যা, এসিডি রাজশাহী, ব্রতী, নারী মৈত্রী, ওয়েভ ফাউন্ডেশন, ইক্যুয়িটি এন্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ, বাংলাদেশ নারীসাংবাদিক কেন্দ্র, নারী উদ্যোগ কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক জোট, সম্মিলিত সামাজিক আন্দোলন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী জোট, শক্তি ফাউন্ডেশন, বিপিডব্লিউ ক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠী, এসিড সারভাইভার্স ফাউন্ডেশন, নারী মুক্তি সংসদ, সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, ডিআরআরএ, জাতীয় প্রতিবন্ধী ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন, আমরাইপারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ ফেডারেশন অব ইউনিভার্সিটি উইমেন, সরেপটেমিস্ট ইন্টারন্যাশন্যাল ক্লাব, আরডিআরএস, বিল্স, এডাব, এসডিএস জয়পুরহাট, এফপিএবি, ওয়াইডাব্লিউসিএ অব বাংলাদেশ, দলিত নারী ফোরাম, দীপ্ত এ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট, অপরাজেয় বাংলাদেশ, ব্লাস্ট, টার্নিং পয়েন্ট, সেন্টার ফর মেন এন্ড মেসকুলিনিটিজ স্টাডিস, সেভ দ্য চিলড্রেন, অভিযান, আদিবাসী নারী নেটওয়ার্ক। 

জেইউ/এইচকে