কাস্টমস বিভাগের আরও ৯৪ রাজস্ব কর্মকর্তাকে পদায়ন ও বদলি করা হয়েছে। রাজস্ব আহরণে গতি ফেরাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, কুমিল্লা, মংলা, রংপুর, যশোর ও বেনাপোলের বিভিন্ন কাস্টমস অফিসে তাদের পদায়ন/বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর আগে গত ৭ অক্টোবর পৃথক আদেশে ৯৩ জন রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়েছিল। পাঁচ দিনের মাথায় আবারও রদ-বদল করা হলো।

মঙ্গলবার (১২ অক্টোবর) এনবিআরের দ্বিতীয় সচিব আবুল হাসেমের স্বাক্ষরিত আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটির পরিচালক (জনসংযোগ) কর্মকর্তা সৈয়দ এ মু’মেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশে পদায়ন/বদলি হওয়া রাজস্ব কর্মকর্তাদের আগামী ২১ অক্টোবরের মধ্যে নির্ধারিত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। এছাড়া অপর এক আদেশে ১০ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

যে ৯৪ রাজস্ব কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে তাদের নামের তালিকা দেখতে ক্লিক করুন

আরএম/এসকেডি