নকলনবিশদের চাকরি জাতীয়করণের দাবি
বাংলাদেশে জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার অফিসগুলোতে থাকা সব নকলনবিশদের চাকরি জাতীয়করণসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
শনিবার (১৬ অক্টোবর) জাতীয় জাদুঘরের সামনে মঞ্চটি আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে- রেজিস্ট্রি অফিসে জনগণের হয়রানি বন্ধে একটি মনিটরিং সেল গঠন করতে হবে; নকলনবিশদের বদলি ও পদোন্নতির ক্ষেত্রে এনলিস্টেড তালিকা অনুসরণ করতে হবে ও জাতীয়করণের আগে কোনো নিয়োগ দেওয়া যাবে না; প্রেষণে বদলি করা ২ বছরের বেশি সময়ে কর্মরত নকলনবিশদের প্রেষণ বাতিল করতে হবে; নকলনবিশদের ঐক্য ধ্বংসের সব ষড়যন্ত্র বন্ধ করতে হবে এবং রেজিস্ট্রি অফিসে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত কর্মকর্তা ও কর্মচারীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মানববন্ধনে বাংলাদেশ নকলনবিশ অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, দেশের ৬১টি জেলার ৫০১টি রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৬ হাজার ২৪৫ জন এক্সট্রা-মোহরার নকলনবিশদের চাকরি স্থায়ী করার জন্য ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছিলেন এবং ১৯৮৪ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমর্থন জানিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্তও বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করা হয়নি যা অত্যন্ত দুঃখজনক।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রায় এক হাজার বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মসহ মোট ১৬ হাজার নকলনবিশের পরিবার অতিকষ্টে মানবেতর জীবন-যাপন করছেন। নকলনবিশদের চাকরি জাতীয়করণ করা রাষ্ট্রের মানবিক ও নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো. আল মামুন, বাংলাদেশ নকলনবিশ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তাছিফুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম রবিউল ইসলাম রিপন প্রমুখ।
এমএইচএন/জেডএস