রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় / ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। প্রাথমিক প্রমাণ পাওয়ায় ঢাকা ওয়াসার সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন ও তার স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৭ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির পরিচালক মো. আক্তার হোসেন আজাদের সই করা পাঠানো নোটিশে ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে তাদের সম্পদের হিসাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে ও বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন তিনি। তাই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তার নিজের, স্ত্রী ও নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়েছে।

আরএম/এমএআর