পূজামণ্ডপে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের শিক্ষার্থীরা।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে পরিবহন চলাচল বন্ধ করে দেয়। অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান নামিতা মন্ডল।‌

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা মনে করি এই ঘটনায় যারা জড়িত আপনার সদিচ্ছা থাকলে তাদের আইনের আওতায় আনা সম্ভব। আমরা চাই না এই ঘটনায় আপনার ভাবমূর্তি ক্ষুণ্ন হোক।

আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়, আমরা এখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করব। আমরা সময় বেঁধে দেবো। সেই সময়ের মধ্যে দাবি মানা না হলে আমরা আবারও সড়কে নামব।

এইউএ/এমএইচএস/জেএস