রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় মাদক সেবন ও বিক্রির অপরাধে ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোর ৬টা থেকে বুধবার (২০ অক্টোবর) ভোর পর্যন্ত ডিএমপি ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এক বার্তায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৮০৫ পিস ইয়াবা, ৪৪৩ গ্রাম হেরোইন, ৬ কেজি ৪৮০ গ্রাম গাঁজা, ৩৫ বোতল ফেনসিডিল, ৩০টি নেশাজাতীয় ইনজেকশন ও ১ গ্রাম আইস উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে মাদক আইনে ৪৭টি মামলা করা হয়েছে।

একই অপরাধে সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৪৭ জনকে গ্রেফতার করা হয়। সেসব আসামির বিরুদ্ধে ৪০টি মামলা দেয় পুলিশ।

ডিএমপি জানায়, ঢাকা সিটিকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।

এআর/এমএইচএস