মেক্সিকো শহরে বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার (১৯ অক্টোবর) যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করেছে। 

বুধবার (২০ অক্টোবর) মেক্সিকোর বাংলাদেশ দূতাবাস জানায়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দূতাবাস ওয়েবিনারের মাধ্যমে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে মেক্সিকোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা দিবসটির তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। হযরত মুহাম্মদ (স.) মানব জাতির জন্য এক উজ্জ্বল অনুসরণীয় আদর্শ উল্লেখ করে রাষ্ট্রদূত আবিদা ইসলাম মহানবীর (স.) শিক্ষা ও জীবনাদর্শ অনুসরণ করে নিজেদেরকে আলোকিত করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

দেশ ও জাতির মঙ্গল কামনা করে এক বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবীর আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি হয়। আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

এনআই/এইচকে