রাজধানীর সাইনবোর্ড এলাকায় রংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাকির হোসেন (৩৫) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর ১টায় মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মো. সাদ্দাম ঢাকা পোস্টকে বলেন, আমরা জানালায় রংয়ের কাজ করছিলাম। জানালা দিয়ে বিদ্যুতের তার ভেতরে প্রবেশ করেছে। ওই তার জানালায় লেগে আর্থিং হয়ে যায়। জাকির ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় পড়ে গেলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক জানায় তিনি মারা গেছেন। তার বাড়ী লক্ষ্মীপুর জেলায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। 

এসএএ/ওএফ