ঘর থেকে ৮টি পদ্মগোখরা ধরে ছাড়া হলো জঙ্গলে
পদ্মগোখরাগুলো হাটহাজারীর পাহাড়ের গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকার হাটের একটি বসতঘর থেকে ৮টি পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে হাটহাজারীর বন বিভাগের জঙ্গলে সাপগুলো অবমুক্ত করা হয়েছে।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল কাদের।
বিজ্ঞাপন
তিনি বলেন, বুধবার (২০ অক্টোবর) রাতে মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বালুরটাল এলাকার মাহবুব মেম্বারের বসতঘরে সাপের বাচ্চাগুলো দেখতে পায় পরিবারের লোকজন। এরপর স্থানীয় মাধ্যমে খবর পেয়ে সাপের বাচ্চাগুলো উদ্ধার করি।
তিনি আরো বলেন, আজ দুপুরে পদ্মগোখরাগুলো হাটহাজারীর পাহাড়ের গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
কেএম/এইচকে