আজ ২২ অক্টোবর, জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’।

দিবসটি পালনে নানান কর্মসূচি হাতে নিয়েছে সড়ক নিরাপদ রাখতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক ও জনপথ অধিদফতর ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শুক্রবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে বিআরটিএ’র উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। সংস্থাটির পক্ষ থেকে সড়ক নিরাপদ রাখতে পরিবহন শ্রমিক ও পথচারীদের মধ্যে বিভিন্ন ধরনের প্রচার পত্র, স্টিকার বিতরণ করা হয়।

এছাড়াও চালকদের সচেতনতা বাড়াতে সচেতনতামূলক বিভিন্ন ভিডিও প্রদর্শন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিআরটিএ’র সহকারী পরিচালক শহীদুল্লাহ আজম, মহাকালী বাস স্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ সদু, ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের, চেয়ারম্যান মো. নুর নবী শিমুসহ বিআরটিএ, শ্রমিক ইউনিয়ন, ডিটিসির অন্যান্য নেতারা।

পিএসডি/এমএইচএস