ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে ১১২টি এনজিওর সঙ্গে চুক্তি করতে যাচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। 

রোববার বিকেলে সচিবালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি সই হবে। চুক্তি সই অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান উপস্থিত থাকবেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ২৮৪ কোটি টাকা ব্যয়ে শুরু হতে যাওয়া প্রকল্পটির মাধ্যমে এক লাখ শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে আনা হবে। 

এক বছর মেয়াদি প্রকল্পে শিশুশ্রমে নিয়োজিত এক লাখ শিশুকে অনানুষ্ঠানিক শিক্ষা এবং কর্মমুখী শিক্ষা দেওয়া হবে বলেও জানানো হয়েছে মন্ত্রণালয় থেকে।

এসএইচআর/আরএইচ