চাকরি স্থায়ীকরণের দাবিতে এলজিইডিতে অবস্থান ধর্মঘট
তিন হাজার ৭৯৮ জনের চাকরি স্থায়ীকরণের দাবিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে অবস্থান কর্মসূচি পালন করছে এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদ।
হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় থাকার পরও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর তা অমান্য করছে বলে দাবি করছেন ঐক্য পরিষদের কর্মচারীরা।
বিজ্ঞাপন
এলজিইডি ঐক্য পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, যতক্ষণ আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে অনশন ধর্মঘট ডাক দেওয়া হবে।
বিজ্ঞাপন
রোববার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডির প্রধান কার্যালয়ের নিচে এ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
মো. রফিকুল ইসলাম ব লেন, যতক্ষণ পর্যন্ত এলজিইডি কর্তৃপক্ষ আমাদের এই সমস্যার সমাধান না করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
এসআর/এনএফ