কাতা‌রে নিযুক্ত বাংলা‌দে‌শের রাষ্ট্রদূত মো. জ‌সিম উদ্দিন ব‌লে‌ছেন, বাংলাদেশি কর্মীরা মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর অনেক দেশে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। কর্মীরা স্থানীয় সংস্কৃতি ও আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল।

রোববার (২৪ অক্টোবর) দোহার বাংলা‌দেশ দূতাবাস জানায়, অপরাধ দমন বিষয়ে বাংলাদেশ দূতাবাস ও কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এক ও‌য়ে‌বিনা‌রে রাষ্ট্রদূত এসব কথা ব‌লেন।

প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গর্ব প্রকাশ করেন রাষ্ট্রদূত জ‌সিম উদ্দিন। তি‌নি ব‌লেন, অপরাধ দমনে সবার দায়িত্ব রয়েছে এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য এ ধরনের ওয়েবিনার সিরিজ কার্যকরী ভূমিকা রাখবে।

দূতাবাস জানায়, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে দেশটিতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির জন্য ওয়েবিনার সিরিজের চতুর্থ পর্ব ছিল এটা। এতে বাংলাদেশ দূতাবাস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ প্রায় দুইশত প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

অনুষ্ঠানে কাতারের ক্যাপিটাল সিকিউরিটি ডিপার্টমেন্টের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল গানেম আল হুদায়ফি অপরাধের বিষয়ে সচেতনতা সৃষ্টি, চুরি, হামলা, লাইসেন্স ছাড়া কোনো দ্রব্য বিক্রয়, মাতলামি, চোরাচালান ও পাচার, অননুমোদিত স্থানে ধূমপান করা, হারানো বস্তু সংক্রান্ত বিধি, আত্মহত্যার চেষ্টা, অপরের সম্পদ নষ্ট করা, ব্যালেন্স ছাড়া চেক ইস্যু করা ইত্যাদি অপরাধের বিষয়ে বিশদ ব্যাখ্যাসহ আলোচনা করেন।

এনআই/এনএফ