ইসির ৮৮তম কমিশন সভা আজ
বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) ৮৮তম কমিশন সভা হবে আজ। সোমবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সভায় তিনটি বিষয়ের ওপর আলোচনা করা হবে বলে সভার নোটিশ থেকে জানা গেছে।
ইসি সংশ্লিষ্টরা জানান, সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের পাশাপাশি অনলাইন ব্যালটে (ই-ব্যালট) ভোটদানের সুযোগ দিতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আইন-বিধি সংশোধন হলে ই-ব্যালটে ভোটদানের সুযোগ পাবেন প্রবাসী ভোটার, জেলবন্দি ও ভোটগ্রহণ কর্মকর্তারা।
বিজ্ঞাপন
বৈঠকে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপি) সংশোধন’ বিষয়েও আলোচনা হবে। এছাড়া ‘পোস্টাল ব্যালটের পাশাপাশি অনলাইন ব্যালটে ভোটদানের ব্যবস্থা সংক্রান্ত বিধি’ বিষয়ে আলোচনা হবে। সভার আলোচ্যসূচিতে এ দুটি বিষয়ের পরই বিবিধ বিষয়ে আলোচনা করা হবে।
এসআর/এসএসএইচ
বিজ্ঞাপন