ক্যাবল নেটওয়ার্কের ডিজিটালাইজেশনের সময় বৃদ্ধির দাবি
সরকার ক্যাবল টিভি নেটওয়ার্ককে ডিজিটাল করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ডিজিটালাইজেশনের সময়সীমা চলতি বছরের নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময়ের মধ্যে ডিজিটালাইজেশনের কাজ সম্পন্ন না হওয়ায় ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বৃদ্ধিসহ ৮ দফা দাবি জানিয়েছে ফিড অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
মঙ্গলবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে ৮ দফা দাবি জানান সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফারুক আমজাদ খান।
বিজ্ঞাপন
তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে- ক্যাবল টিভি খাতকে নীতিমালা প্রণয়ন ও সিদ্ধান্ত বাস্তবায়নে ফিড অপারেটরদের অন্তর্ভুক্ত করা; ক্যাবল টিভি খাতকে 'প্রযুক্তি ভিত্তিক' শিল্প হিসেবে ঘোষণা করা; ক্লিনফিল্ড বাস্তবায়নে স্থানীয় পরিবেশককে নির্দেশ দেওয়া; ফিড অপারেটরদের ব্যবসা পরিচালনায় ক্যাবল অপারেটরদের সঙ্গে চুক্তি বাধ্যতামূলক করতে আইন প্রণয়ন করা; ডিজিটাল করার আগে পে চ্যানেলের মূল্য সরকারকে নির্ধারণ করতে হবে; আন্ডারগ্রাউন্ড ক্যাবল বরাদ্দে এনটিটিএন প্রতিষ্ঠানগুলোকে মূল্য নির্ধারণসহ বরাদ্দ নিশ্চিত করতে হবে এবং কেবল অপারেটর ফিড অপারেটরদের জন্য ব্যাংক এবং প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা দিতে হবে।
মানববন্ধনে ফরুক আমজাদ খান বলেন, বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণায় প্রধানমন্ত্রীকে আমরা স্বাগত জানাই। পুরো দেশকে ডিজিটাল করতে গেলে ক্যাবল নেটওয়ার্ককেও ডিজিটাল করতে হবে। এটি সময়সাপেক্ষ ব্যাপার। এ বিষয়ে সরকারের প্রতি আমাদের অনুরোধ আছে। কোনো কারণে হয়তো সরকার অনেক আগেই এই সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে আমাদের ক্যাবল অপারেটরদের সবকিছু ডিজিটালাইজেশন করতে পারেনি। এজন্য আমরা ডিজিটালাইজেশনের সময় বৃদ্ধির জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।
বিজ্ঞাপন
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন ইউসুফ, মোহাম্মদ ওমর হায়দার, আলতাফ হোসেন, সেলিম মাহমুদ প্রমুখ।
এমএইচএন/জেডএস