‘ওষুধ আইন, ২০২১’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিতে মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করেছিল স্বাস্থ্যসেবা বিভাগ। তবে ভাষাগত সমস্যা থাকার কারণে খসড়াটির অনুমোদন মেলেনি।

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি গণভবন থেকে যুক্ত ছিলেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা বৈঠকে ওষুধ আইনের খসড়া উত্থাপন করা হলেও অনুমোদন দেওয়া হয়নি। এ খসড়াকে রিভিউ (পর্যালোচনা) করতে বলা হয়েছে। রিভিউ করে আবার মন্ত্রিসভায় নিয়ে আসতে বলা হয়েছে।

কারা রিভিউ করবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, আইন মন্ত্রণালয়ের লিগ্যাল যারা বিশেষজ্ঞ আছেন, তারা করবেন।

তিনি আরও বলেন, এই আইনের খসড়ার ভাষা লিগ্যাল না। এই ভাষা লিগ্যাল হিসেবে নিয়ে আসতে হবে।

অন্যদিকে, বৈঠকে জেল-জরিমানার বিধান রেখে ‘আটিয়া বন (সংরক্ষণ) আইন, ২০২১’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, এটা অধ্যাদেশ ছিল। সেজন্য মন্ত্রিসভার বৈঠকে নিয়ে আসা হয়েছে।

এসএইচআর/এমএইচএস